দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুলের প্রচার শুরু
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২:২৩
দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুলের প্রচার শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর-৬ আসনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম নিজ থানা বিরামপুর এলাকায় নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুরের গোড়-এ শহীদ ময়দানে ২৩ জানুয়ারি জামায়াতে ইসলামীর জনসভা সফল করতে দলীয় নেতা-কর্মীদের সাথে বিরামপুরের ঢাকা মোড় থেকে একটি স্বাগত বা শুভেচ্ছা মিছিল বাহির হয়ে হাজি মার্কেট হয়ে পাইলট স্কুলের সমানে এসে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


এসময় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সজাগ থেকে সাধারণ জনগণের মিশে দলমত নির্বিশেষে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।


এরপর পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া বাজার সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারে অংশ নেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


এ সময় বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকের লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। প্রচারকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যায়।


স্থানীয় জামায়াতে নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে চার উপজেলা (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।


এ সময় দলীয় নেতা-কর্মীরা দিনাজপুর–৬ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং জবাবদি মূলক সরকার গঠনের লক্ষ্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com