
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন। গ্রেফতারকৃত নারীর নাম সাফিয়া বেগম (৫৬)। তিনি ওই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী। সাফিয়া বেগম ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনী পৌর শহরের মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সাফিয়া বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাফিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আজ সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]