
সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছে বাসযাত্রী ও পথচারীরা। নিত্যদিনের এই যানজটে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে গার্মেন্টস শ্রমিকরা। যানজটে দশ মিনিটের জায়গায় পৌঁছাতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত। যানজট নিরসনে মহাসড়কে কোন ট্রাফিক পুলিশকে পাওয়া যায়নি।
বাসযাত্রীরা জানায়, প্রতিদিন নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগেই থাকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কটিতে যানজট দেখা দিলেও ট্রাফিক পুলিশের কোন ভূমিকা নেই বললেই চলে। এছাড়াও মহাসড়কটিতে অটোরিকশা চলাচল করলেও তা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ভূমিকা নেই। বাসযাত্রীরা অবিলম্বে মহাসড়কে যানজট নিরসনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
অপরদিকে আশুলিয়ার জামগড়ায় বিভিন্ন রাস্তার জলাবদ্ধতা দূর করণের দাবিতে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া অবরোধ করে রেখেছে এলাকাবাসী। সকালে জামগড়ায় কয়েক’শ এলাকাবাসী মানববন্ধন শেষে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়ক অবরোধ করার ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে। জলাবদ্ধতা দূর করণে কোন পদক্ষেপ না নেওয়া হলে তারা মহাসড়ক অবরোধ তুলে নেবেন না বলে জানিয়েছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]