রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, নিহত ১
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:১২
রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, নিহত ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন বরকত নামে আরেক শ্রমিক।


সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, রাত ২টার দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানায় আলম হোসেন ও বরকত নামে দুই শ্রমিক দগ্ধ হন।


দগ্ধ দুজনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিলে মঙ্গলবার ভোরে আলম হোসেন মৃত্যুবরণ করেন। দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।


নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com