নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:০৬
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক বিশেষ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।


তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্রের প্রধান ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে মাঠপর্যায়ের সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।” বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, নির্বাচনি সময়ে যে-কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। গুজব প্রতিরোধ, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি জেলার নির্বাচনি প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। সমন্বয় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


বক্তারা একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com