
নওগাঁয় খড় বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরাহী মা-মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নিহতরা হলেন— পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বানি গ্রামের মো. কাউছার রহমানের স্ত্রী খাদিজা খাতুন (২৭) এবং তাদের শিশু কন্যা ফাতেমা খাতুন (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মো. কাউছার রহমান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে নজিপুর-সাপাহার সড়কের একটি স্থানে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী খড় বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকচালককে আটক করে বেধরক পিটুনি দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ফোর্সের সদস্যরা উপস্থিত হয়ে ট্রাকচালককে উদ্ধার করেন। এরপর সড়কের যান চলাচল স্বাভাবিক ও মরদেহ উদ্ধার করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের সহায়তা করছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]