চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫০
চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মহানগরী থেকে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব দুষ্কৃতকারী ও তাদের দলের সদস্যদের মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।


আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য, এর আগেও কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। গত বছরের ১৩ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হওয়ার ঘটনার পর অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার মৌখিক নির্দেশ দেন তিনি। ওই নির্দেশনা ওয়্যারলেস বার্তার মাধ্যমে দেয়া হয়, যার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কমিশনারকে বলতে শোনা যায়, শুধু রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না-কেউ অস্ত্র বের করলেই গুলি করতে হবে।


এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। সেদিন এক বেতার বার্তায় কমিশনার থানা ও টহল পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, শটগান বা চায়না রাইফেল নয়, এসএমজি ‘ব্রার্স্টফায়ার’ মোডে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের দায়ভার নিজেই বহন করবেন বলেও তিনি সহকর্মীদের আশ্বস্ত করেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com