
যশোরে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর সদরের রামনগরের বলাকান্তা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয় পুলিশ জানিয়েছে, নিহত শামীম হোসেন মাদকাসক্ত। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি বলাকান্তা বাজারের আরাফাত হোসেনের বিকাশের দোকানের শাটার ভেঙে চুরি করার জন্য ভেতরে ঢোকে। বিষয়টি আরাফাত হোসেন সিসিটিভিতে দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে শামীমকে আটক করে। এ সময়ে তারা আটক শামীমকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রাই তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]