
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের ‘স্ক্র্যাপ ইয়ার্ডে’ আগুন লেগেছে। ১২ জানুয়ারি,সোমবার রাত সোয়া ৯টায় আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টার নিয়ন্ত্রণে আনার কথা বলেছে ফায়ার সার্ভিস।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ভাগাড়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।”
রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয়দের বরাতে মহেশখালীর সাংবাদিক আব্দু রশিদ বলেন, “হঠাৎ করেই বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে আগুন জ্বলতে দেখা যায়। এরপর দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।”
অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]