
দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের স্বার্থ বিবেচনা করে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানির আইপি অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার।
তবে পুরোনো আমদানির আইপি অনুমতি দিয়ে চলতি মাসের ৩০ জানুয়ারি পর্যন্ত হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করতে পারবেন আমদানিকাকররা। এদিকে আমদানি না হলে দেশের বাজারে পণ্যটির দাম বাড়বে বলে দাবি বন্দের আমদানিকারকদের।
সোমবার সকাল থেকে নতুন করে ভারত থেকে দেশে কোনও পেঁয়াজ আমদানির আইপি অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দফতর। তবে পুরোনো আমদানির আইপি অনুমতির বিপরীতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ১২ ট্রাকে ৩৪৪ মেঃ টন ।
দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এর ফলে ৩ মাস বন্ধের পর আবারও গত ৭ ডিসেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করে। বর্তমানে পেঁয়াজের দাম কমতে কমতে অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে। পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০টাকায় নেমে এসেছে।
পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। দাম কেজিতে ৮০ থেকে ৮৫ টাকায় গিয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই আমদানির অনুমতি দেওয়া বন্ধের খবরে কেজিতে হিলি বন্দরে ২ টাকার মতো কেজিতে বেড়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বলেন, গত সোমবার থেকে সরকার ভারত থেকে নতুন করে পেঁয়াজ আমদানির আইপি অনুমতি বন্ধ করে দিয়েছে। তবে পুরনো আইপি অনুমতি দিয়ে ৩০ জানুয়ারি পেঁয়াজ আমদানি করতে পারবে আমদানিকারকরা।
তিনি আরও বলেন, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির আইপি অনুমতি একবারে বন্ধ করে দিলে এর প্রভাব খুচরা বাজারে পড়বে এবং পণ্যটির দাম আবারও বাড়বে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান,দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার পণ্যটি আমদানির অনুমতি দিলেও সোমবার সকাল থেকে নতুন করে কোনও পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। তবে আগের ইস্যু করা আমদানির আইপি অনুমতির বিপরীতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করা যাবে।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]