
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আশিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মোহর চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ সড়কের পড়ে থাকতে দেখে স্থানীয়রা মিরপুর থানায় খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বর্তমানে মরদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]