
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৪ জানুয়ারি সকালে তাহেরহুদা গ্রামের মাঠে সাইদুরের নিজের পানের বরজের পাশে একটি জামগাছের সাথে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পেশায় কৃষক সাইদুর তাহেরহুদা গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। এদিকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার সকালে তাহেরহুদা গ্রামের মাঠে সাইদুরের নিজের পান বরজের পাশে ক্যানালের নিকট একটি জামগাছের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]