
মোংলায় পর্যটকদের নিরাপত্তায় যৌথবাহিনীর অভিযানে ফিটনেস ও লাইসেন্সবিহীন নৌযান চলাচলে কঠোর নির্দেশনা ও জরিমানা করা হয়েছে। পর্যটক মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চলাচলকারী পর্যটকবাহী নৌযানসমূহের উপর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় আজ (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৩ পর্যন্ত মোংলার ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাগেরহাট এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সুন্দরবনের পর্যটক বাহি লঞ্চ, ট্যুরিস্ট বোট ও অন্যান্য নৌযানের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীদের যাত্রী পরিবহনের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা সরঞ্জাম (লাইফ জ্যাকেট, লাইফ বয়া, অগ্নিনির্বাপক যন্ত্র ইত্যাদি) ব্যবহার নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান ও নির্দেশনা অমান্যকারীকে জরিমানা করা হয় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী ধারনের জন্য যে সকল অবৈধ কাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। একই সাথে ফিটনেস ও বৈধ লাইসেন্স ব্যতীত কোনো নৌযান চলাচল করতে পারবে না মর্মে সতর্ক করা হয় এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানানো হয়।
অভিযানকালে কোস্ট গার্ড সদস্যরা স্পিডবোট যোগে নৌ-পথে টহল পরিচালনা করে। এসময় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাগেরহাট এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]