
কুষ্টিয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এরফলে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৭ জনে।
রবিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানাগেছে। আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে মনোনয়নপত্র যাচাই বাছাই। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে কুষ্টিয়া-৩ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক এবং কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি)প্রার্থী মো. খাইরুল ইসলাম।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রæটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]