
ঝিনাইদহে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৪ সংসদীয় আসনে মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থীতা বাতিল করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ। শনিবার ৩ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাইবাছাইয়ের কার্যক্রম।
ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি মনোনিত প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালিব, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, জাতীয় পাটির এমদাদুল ইসলাম বাচ্চু, গনফোরামের খনিয়া খানম এর মনোনয়ন বৈধতা পেয়েছে।
এছাড়া এই আসনে ৩ জন স্বতন্ত্রপ্রার্থী মুর্শিদা খাতুন, স্বতন্ত্রপ্রার্থী ওবাইদুল হক রাসেল ও স্বতন্ত্রপ্রার্থী মীর আমিনুল ইসলাম এর প্রার্থীতা ভোটার তালিকায় সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনীত মেহেদী হাসান রনি, জামায়াতে ইসলামীর অধ্যাপক মতিয়ার রহমান এর মনোনয়ন বৈধতা পেয়েছে।
জেলার ৪টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৭টি মনোনয়ন যাচাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]