দৌলতপুরে উদ্ধার হওয়া মর্টার শেল ধ্বংশ করল সেনাবাহিনী
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬
দৌলতপুরে উদ্ধার হওয়া মর্টার শেল ধ্বংশ করল সেনাবাহিনী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে উদ্ধার হওয়া মর্টার শেলটি ধ্বংশ করেছে সেনাবাহিনীর ডিসপোজাল টিম।


শুক্রবার (২ জানুয়ারি) বিকলে ৩টার দিকে দৌলতখালী গ্রামের নির্জন মাঠে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ডিসপোজ বা ধ্বংশ করা হয়।


ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা ১৭ সদস্যের ডিসপোজাল টিম এই ধ্বংশ কার্যক্রম পরিচালনা করে। এ সময় দৌলতপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মানসুর উপস্থিত ছিলেন।


পরিত্যক্ত মর্টার শেলটি বিস্ফোরণের সময় বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় তা নিরাপদ ও নিয়ন্ত্রণ হয়।


এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৭টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মরহুম আসমত উল্লাহর বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা প্রায় ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি। এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


এবিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, উদ্ধার করা মর্টার শেলের বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর ডিসপোজাল টিম রাত থেকেই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা বিশেষজ্ঞ দল আজ (শুক্রবার) দুপুরে নিরাপদে মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com