
কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গিট্টু বাহিনী প্রধানসহ দুই সন্ত্রাসী আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে বিদেশি রিভলভার, পিস্তল, গুলি ও ম্যাগাজিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার পার্শ্ববর্তী বাজুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে মেহেরপুর র্যাব-১২ সিপিসি-৩ এর অভিযানিক দল।
আটক সন্ত্রাসীরা হলেন- দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে গিট্টু বাহিনী প্রধান সোহাগ হোসেন ওরফে গিট্টু (২১) এবং তার অন্যতম সহযোগি একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)। এরা দু’জনেই চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী এবং গিট্টু বাহিনী নামে তাদের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এছাড়াও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলাও রয়েছে।
র্যাব সূত্র জানায়, দৌলতপুর সদর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামে মাদক উদ্ধারে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় সোহাগ হোসেন ওরফে গিট্টুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি এবং মিশন ইসলামের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি
মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাদের মেহেরপুর র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিদেশি অস্ত্রসহ আটকের বিষয়ে র্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে. এ. এম. মামুন খান বলেন, আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের দৌলতপুর থানায় হস্তান্তর করার আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়টি শুনেছি, তবে এখনো আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]