মোরেলগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপ‌তি মাসুম ও সম্পাদক বাপ্পা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২৩:৪৬
মোরেলগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপ‌তি মাসুম ও সম্পাদক বাপ্পা
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।


মশিউর রহমান মাসুমকে (দৈনিক খুলনা গেজেট) সভাপ‌তি ও জামাল হোসেন বাপ্পাকে (দৈনিক কালের কণ্ঠ, জিটিভি ও ঢাকা মেইল) সাধারণ সম্পাদক ক‌রে এ ক‌মি‌মি‌টি গঠন করা হয়।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন কমিটির কাছে দায়িত্ব হস্থান্তর করেন সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার এইচ এম মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক গনেশ পাল।


এর আগে ৩১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি এইচ এম মইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।


নবগঠিত এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মো. মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ‍নিয়াজ (দৈনিক সংগ্রাম), অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি (বাংলাদেশ বুলেটিন), কার্যনির্বাহী সদস্য এইচ এম মইনুল ইসলাম (দৈনিক আমার সংবাদ ও ইটিভি) ও মেহেদী হাসান লিপন (দৈনিক ইত্তেফাক)।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com