
এক বছরে মোংলার উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। এ বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত সাগর ও সুন্দরবনে অভিযান চালিয়ে ৪৯ ডাকাতকে আটক করে কোস্ট গার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ৪৪৮রাউন্ড গুলি। দস্যুদের জিম্মি থেকে উদ্ধার হয় ৫২জন জেলে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।
এতে বলা হয়, মাদক বিরোধী অভিযানে ৫৬৭৪পিস ইয়াবা, ১৩কেজি গাঁজা, ১২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ ৫১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস ও ৬শ ফাঁদসহ ২৯ জন চোরা শিকারীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড।
মৎস্য অভিযানে ১২কোটি মিটার অবৈধ জাল, ১২০ কোটি টাকা মূল্যের রেণু পোনা ও ১৪হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।
সেবা কার্যক্রমে ২০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ৫০০ মানুষকে শীতবস্ত্র প্রদাণ করে কোস্ট গার্ড।
সোমবার বেলা সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]