
চুয়াডাঙ্গায় সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। সেই সাথে আছে উত্তরের কনকনে হিমশীতল বাতাস। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সে সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ। আর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ।
উত্তরের হিমেল হাওয়া সবচেয়ে বেশি ভোগান্তি সৃষ্টি করছে। ঠান্ডা বাতাসের কারণে সকালে বাড়ির বাইরে বের হওয়া এক প্রকার ‘দুঃসাধ্য’ হয়ে উঠেছে। তবুও জীবিকার তাগিদে বাধ্য হয়ে বের হচ্ছেন অনেকে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
রিকশা চালক মনিরুল বলেন, ‘রিকশা না চালালে খাবো কি, শীতকালে একটু কষ্ট হয়ে যায়, তবে কিছু করার নেই। চুয়াডাঙ্গাতে সবসময়ই শীতটা বেশিই পড়ে। এভাবেই মানিয়ে চলছি বছরের পর বছর।’
চুয়াডাঙ্গা রেলস্টেশনে শুয়ে থাকা একজন ছিন্নমূলের মানুষ বলেন, ‘আমার থাকার জায়গা নেই, এই স্টেশনেই শুয়ে থাকি। শীত, বর্ষা, গরম সবই আমার জন্য সমান। তবে ইদানীং শীতটা বেশিই পড়ছে, কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই।’
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]