
বিক্ষোভকারীরা ‘দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি? হাদি হাদি’ স্লোগান দিতে থাকেন। বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শাহবাগ চত্বরে মিলিত হচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সদস্যসচিব এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার পর থেকেই একের পর এক মিছিল নিয়ে শাহবাগে আসতে শুরু করেন শিক্ষার্থী ও জনতা।
এ সময় বিক্ষোভকারীরা 'দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা', 'মোদি না হাদি? হাদি হাদি' স্লোগান দিতে থাকেন। বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শাহবাগ চত্বরে মিলিত হচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]