
কুষ্টিয়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১টার পর একদল বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সামনে অবস্থিত ফজলুল বারী মার্কেটে তৃতীয় তলায় প্রথম আলো কার্যালয় হামলা চালায়। এ সময় প্রথম আলো অফিসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ১টার কিছু সময় পর একদল বিক্ষুব্ধ জনতা ফজলুল বারী মার্কেটের ছয় তলা ভবনের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তাদের হাতে লাঠিসোটা দেখা যায়।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]