‘প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে’
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১
‘প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে’
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেছেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা জাতীয় উন্নয়নের একটি প্রধান চালিকাশক্তি। প্রবাসীদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন ও বৈধ পথে বিদেশ গমন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ পথে বিদেশে গেলে প্রবাসীরা নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হন। তাই সরকারিভাবে অনুমোদিত চ্যানেল ব্যবহার করে বিদেশে যাওয়ার জন্য তিনি সকলকে আহŸান জানান।


আলোচনা সভায় অভিবাসীদের নিরাপদ, দক্ষ ও নিয়মতান্ত্রিক বিদেশগমন, প্রবাসীদের সামাজিক নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


এর আগে, অভিবাসীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com