
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মণি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শুভাষিনী গ্রামে আইনউদ্দীনের জমির মাথা থেকে দায়েম খাঁর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার মাটি ও ইটের সোলিং কাজ কাবিটা প্রকল্পের আওতায় শুরু হয়েছে। একই গ্রামের মোহাম্মদ সরদারের পুকুরপাড় থেকে দক্ষিণ অভিমুখে এবং দক্ষিণ পাড়া মসজিদ থেকে সোহারাব হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ টিআর প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
এলাকাবাসী রাসেল সরদার (৪০), আক্তার হোসেন খাঁ (৩৭), দায়েম আলী খাঁ (৬৫), ফারুক হোসেন (৩৩)সহ অনেকে জানান, একই দিনে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন করা হয়েছে। পিআইও অফিসের কর্মকর্তারা সরেজমিনে এসে রাস্তা পরিমাপ ও সীমানা নির্ধারণ করে দিয়েছেন। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। তারা আরও জানান, রাস্তার কাজে অত্যন্ত ভালো মানের ইট ব্যবহার করা হচ্ছে এবং এলাকাবাসী নিজেরাই কাজ তদারকি করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, পূর্বে কোনো ইউপি সদস্য এতো ভালো মানের ইট দিয়ে রাস্তার কাজ করেননি।
ইউপি সদস্য মনিরুল ইসলাম মণি বলেন, চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোনোভাবেই নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা যাবে না। অনিয়ম হলে বিল প্রদান করা হবে না। এই ইউনিয়নের প্রতিটি রাস্তায় ১ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। আমরা জনপ্রতিনিধি না থাকলেও এই রাস্তাগুলো থাকবে। তাই মানুষ যেন আমাদের নিয়ে খারাপ ধারণা না করে, সে চেষ্টা করছি।
এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, প্রকল্প অনুমোদনের সময়ই সবাইকে জানিয়ে দেওয়া হয় ১ নম্বর ইট ছাড়া কোনো কাজ করা যাবে না। কাজ শুরু হলে আমি নিজে তদারকি করার চেষ্টা করি। মানুষের অভিযোগ পেলে অতীতেও কাজ বন্ধ করে নিম্নমানের ইট পরিবর্তনের নজির রয়েছে। দায়িত্বকালীন সময়ে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]