
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেওআন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথিছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।
প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর শিক্ষা অফিসার মুশতাক আহমদ, দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]