মনোহরদীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২২:১১
মনোহরদীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে বায়ু দূষণ ও পরিবেশগত ছাড়পত্র ব্যতিত ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া এ অভিযান পরিচালনা করেন বলে জানান, পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস।


পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া মনোহরদী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনার দায়ে মনোহরদী উপজেলার চুলা বাজারে অবস্থিত মেসার্স মা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মেসার্স এ. কে এফ ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় ইটভাটা দুটি ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়।


এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। এসময় র‍্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় নরসিংদী জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সমর কৃষ্ণ দাস।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com