রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৩
রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি পাম অয়েল আত্মসাতের অভিযোগ উঠেছে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাদিকুল ইসলাম।


চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আদর্শ ব্রাদার্স ভান্ডার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর তাঁর প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম পাম অয়েলবাহী ট্রাকটি রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরদিন থানায় গিয়ে তিনি ট্রাকটি দেখতে পান। সে সময় ওসি মাসুদ রানা জানান, উপযুক্ত প্রমাণ দাখিল করলে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে।


মামলার অভিযোগে বলা হয়, পরে কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজ জানান—আদালতের মাধ্যমে ট্রাক ও মালামাল জিম্মায় নিতে হবে। কিন্তু গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে তিনি জানতে পারেন, শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে; জব্দ তালিকায় তেলের কোনো উল্লেখ নেই। এরপরের দিন তিনি ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।


সাদিকুল ইসলাম অভিযোগ করেন, “আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল—তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরতের দাবি জানাচ্ছি।”


তবে অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ থানার সাবেক ওসি কেএম মাসুদ রানা বলেন, “ ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। প্রকৃত মালিকেরা আদালতের মাধ্যমে প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com