রাজবাড়ীতে
আমন ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
আমন ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী জেলা জুড়ে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। জেলার বাজার গুলোতে উঠতে শুরু করেছে মৌসুমের নতুন ধান। তবে কৃষকদের অভিযোগ উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও ধানের ন্যায্য দাম পাচ্ছে না তারা।অন্যদিকে কৃষি বিভাগের দাবী উৎপাদন খরচ কমাতে ও ধানের ফলন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।


মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব। পুরোদমে চলছে মাড়াই এবং নতুন ধান ঘরে তোলার কর্মযজ্ঞ।চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ী জেলা জুড়ে ভালো ফলন হয়েছে।কাঠা প্রতি গড়ে চার থেকে সাড়ে চার মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে। তবে সার, বীজ, কীটনাশকে যে পরিমাণ খরচ হয়েছে, তাতে নতুন ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম মিলছে না অভিযোগ কৃষকদের।


কৃষকরা জানান, ধানের ফলন ভালো হয়েছে। তবে শেষ সময়ে বৃষ্টি হয়েছে তাতে তাদের ধানে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে ফলে তাদের ধান কাটতে কষ্ট হয়েছে। তারা ধানের পেছনে যে খরচ করছেন সেই খরচ তারা তুলতে পারছেন না ধান বিক্রি করে বলে জানান কৃষরা।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: তারিকুল ইসলাম বলেন, সরকারি ভাবে ধান সংগ্রহ শুরু হলেও নানা জটিলতায় কৃষকরা সরকারি ভাবে ধান বিক্রিতে আগ্রহ হারাচ্ছে। তবে হাটবাজারের তুলনায় সরকারি ভাবে ধানের দাম বেশি।


রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা: মো: শহিদুল ইসলাম বলেন, ভালো ফলন পেতে কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ করা হচ্ছে। সেই সাথে উৎপাদন খরচ কমাতে রাসায়নিক সারের তুলনায় জৈব সারের ব্যবহার বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হচ্ছে।


চলতি মৌসুমে জেলার ৫ টি উপজেলায় ৫৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।। যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৫৭০ টন।যার বাজার মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লক্ষ টাকা।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com