
যশোরে মধ্যরাতে তানভীর (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে। তানভীর হত্যার ঘটনায় নাঈম ও সাজু দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত চাকুটি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বেই খুন হয়েছে তানভীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে মতে, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আনছার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা প্রত্যক্ষদর্শী বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মুদি ব্যবসায়ী জানান, তানভীর ক্যাম্পের পেছনের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, রাত ১টার দিকে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/আবেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]