মুক্তিযোদ্ধাদের কবরস্থানের সীমানায় আগুন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯
মুক্তিযোদ্ধাদের কবরস্থানের সীমানায় আগুন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সুত্রে জানা যায়, ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে আসলে কবরস্থানে আগুন দেখতে পায়। পড়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা এসে নেভায়। আগুন লাগার স্থানে পেট্রোলের গন্ধ পাওয়া যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ পরিকল্পিত ভাবে কেউ বীর মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন দিয়েছে।


তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও ওই কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, আমি ফজরের আযান দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন কবরস্থানে আগুন দেখতে পাই। মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজ খানার ছাত্ররা এসে আগুন নিভিয়েছে। এটা কেউ ধরিয়ে দিয়েছে এখানে কারেন্ট নেই বা পথের পাশে না যে ভুলবশত হবে এটা পরিকল্পিত ও নাশকতামূলক।


বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষক মো: সমশের আলী বলেন,এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটা তারা করেছে। আমরা এমন ঘটনার জন্য কি দেশ স্বাধীন করেছিলাম। এঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করছি।


তারাপুর ঈদগাহ ও কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম, বলেন এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা আমরা কমিটির পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করব প্রশাসনের জানানো হয়েছে।


এ বিষয়ে পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি বলেন, ইতোমধ্যে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে।


পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, পুড়ে যাওয়া সিমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। সেই সাথে যারা আগুন লাগানোর সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com