ফরিদপুরে গাড়িচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১
ফরিদপুরে গাড়িচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকার সেতুর পাশে সার্বজনীন কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই ভাই হলেন- কুষ্টিয়ার কুমারখালি উপজেলার মোহাম্মাদপুর সদকি গ্রামের করিম মণ্ডলের ছেলে রিমন মণ্ডল (২২) ও সুমন মণ্ডল (২৫)। নিহত অপরজন হলেন- তাদের বন্ধু ও মোটরসাইকেল চালক আসিফ আলম (২২), তিনি একই গ্রামের শাহিন আলমের ছেলে।


ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, টিভিএস ব্র্যান্ডের ১৬০ সিসি ক্ষমতার আরটিআর অ্যাপাচি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ–ল–১১–৯২৫৭) নিয়ে তিন তরুণ ভাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আসিফ, আর পেছনে বসা ছিলেন দুই ভাই—রিমন ও সুমন। চালক আসিফের মাথায় হেলমেট থাকলেও দুই ভাইয়ের কারও মাথায় হেলমেট ছিল না।


পুলিশ আরও জানায়, মোটরসাইকেলটি মাধবপুর সেতুর কাছে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হেলমেট না থাকায় দুই ভাই রিমন ও সুমনের মাথা থেঁতলে গিয়ে বিকৃত হয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তিন তরুণকে মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখি।


তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com