বিএনপির দুপক্ষের সংঘর্ষ : ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪২
বিএনপির দুপক্ষের সংঘর্ষ : ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের গজারিয়ায় দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণসহ একটি গাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনার ঘটে।


আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন, স্বাধীন (২৪), সাইদুল (২৫), দেলোয়ার হোসেন (৪৯), সাহিদা বেগম (৫৫), জাকির হোসেন (৪০), সিহাদ (১৭)।


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নাম ঘোষণা করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের অনুসারীরা।


ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি প্রার্থী রতনের মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার সন্ধ্যায় গজারিয়ার জামালদী বাস স্ট্যান্ড এলাকায় মশাল মিছিলের আয়োজন করে মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। মিছিল শুরু করার সময় তাদের সঙ্গে রতনের অনুসারীদের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। ভাঙচুর করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের একটি গাড়ি। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু বলেন, এ ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে দুজন রোগী এসেছেন। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে স্বাধীন নামে একজনের অবস্থা বেশী খারাপ। তার দুই হাত ও মাথায় আঘাত রয়েছে।


কামরুজ্জামান রতনের সমর্থক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার সন্তান। তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় গজারিয়া উপজেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। আজকে যে খবরটি আপনারা পেয়েছেন, সেটি মূলত এলাকাবাসী একজোট হয়ে আওয়ামী লীগের দালালদের প্রতিহত করেছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com