
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে একই পরিবারের দুই সহোদরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় তাঁদের ওপরই আস্থা রেখেছে দল—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দুই ভাইয়ের মধ্যে আব্দুস ছালাম পিন্টু মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর–গোপালপুর) আসনে। আর বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে টাঙ্গাইলের মোট ৮টি আসনের মধ্যে দুইটিতে একই পরিবারের সহোদর প্রার্থী হওয়ার ঘটনা স্থান পেল।
এর আগে প্রথম দফায় টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছিল বিএনপি। তবে টাঙ্গাইল-৫ আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটে।
গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের তালিকা ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট ২৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ২৮টি আসনের নাম যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মহাসচিব।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]