
ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী (৪৫) নামে এক চালককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর নসিমন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওমর আলী কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের ছাত্তার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ফার্মের মাঠে রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার পকেটে থাকা মোবাইল দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়। ওমর আলীকে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যার পর নসিমনটি ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]