বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জ-১ আসনে (শিবালয়-ঘিওর-দৌলতপুর) জিন্নাহ কবীরের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ রেখে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকরা।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় অর্ধ শতাধিক সমর্থক মহাসড়কের দুপাশ দখল করে বিক্ষোভ মিছিল করেন। এতে আধাঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে।


বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, অবদানহীন ও দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে মনোনয়ন দেয়া হয়েছে। প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিষয়টি বিবেচনা করে তার জ্যেষ্ঠ ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে মনোনয়ন দেয়া উচিত ছিল। তাই দ্রুত জিন্নাহ কবীরের মনোনয়ন বাতিল করে আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।


আন্দোলনের বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।


শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে আহ্বান জানানো হয়। পরে আমাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।’


অপরদিকে একই সময়ে শিবালয়ের বরংগাইল এলাকায় মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিক্ষোভ করেছে জেলা কৃষকদলের বহিষ্কৃত সভাপতি তোজাম্মেল হক তোজার নেতৃত্বে শতাধিক সমর্থকরা।


প্রসঙ্গত: বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীরকে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com