ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে হাফেজ শিক্ষার্থীরা কোরআন খতম করেন। পরে দোয়া মাহফিলে কয়েক হাজার মুসল্লী অংশ নেন।


বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় উজির আলী স্কুল এন্ড কলেজের ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।


এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।


মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশা করেন মুসল্লিরা।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com