পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২১:০৬
পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেদর সাথে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবি বাস্তবায়নের লক্ষে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির কারণে বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। হাঠাৎ পরীক্ষা স্থগিত করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অবিভাবকরা। এব্যাপারে শিক্ষার্থী ও অবিভাবকরা মুখ খুলতে না চাইলেও কর্মবিরতি পালন করা সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের সিনিয় শিক্ষক জাহাঙ্গীর আলম ও শিক্ষক নেতা শহীদুল ইসলাম জানান, আমাদের চার দফা দাবি দীর্ঘদিনের। দাবিগুলো হল:-


১.সহকারী শিক্ষক পদটি ৯ম গ্রেডের বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে "মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর" এর গেজেড প্রকাশ। ২.বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূণ্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা। ৩. সুপ্রিম কোটের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩(তিন) কর্মদিবসের মধ্যে প্রদান।


৪. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ৩(তিন) বা ২ (দুই) টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেড প্রকাশ। আমরা কোন আন্দোলন সংগ্রামে যেতে চাইনা। কিন্তু আমাদেরকে আন্দোলনে যেতে বাধ্য করেছে সরকার। দীর্ঘ দিন যাবৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈষম্য বিরোধী আচরণ করে আসছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর । আদালতের রায়ের পরেও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কোন গেজেড প্রকাশ করছেনা। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


এব্যাপারে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো: আফতাবুর রহমান হেলালী জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় জেলার ৯টি সরকারি বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত আসলে পূর্বের ন্যায় পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি৷


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com