
২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজন ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা সরকারি ব্যাংকে জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করে ব্যাবসা পরিচালনা করে আসছি। গত ৯ নভেম্বর খুচরা ডিলারদের ডিলারশিপ বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা ইউনিয়ন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কৃষকের দ্বার প্রান্তে আমরা সার ও কীটনাশক পৌঁছে দিচ্ছি। প্রত্যেক কৃষক-ই আমাদের দ্বারা সেবা পাচ্ছে। আমরাও এই ব্যাবসা করে পরিবারের সবাইকে নিয়ে বেঁচে আছি। গ্রামে কৃষকদের কাছে আমাদের হাজার হাজার টাকা বাকী পড়ে আছে। এমতাবস্থায় আমাদের ডিলার ব্যাবসা থেকে বাদ দেওয়া হলে আমাদের পথে বসতে হবে। নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রি বহাল রাখার দাবি জানান ব্যবসায়ীরা।
এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজু মিয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লা প্রমুখ।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা কৃষি মন্ত্রণালয় সার ব্যবস্থাপনা ও মনিটরিংয়ে ইউএনও অফিসের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]