
গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় অংশ নিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। জুমার নামাজের পর ইজতেমা ময়দানেই জানাজা সম্পন্ন হয়।
এরা হলেন- নোয়াখালি জেলার সদর থানার আন্ডার চরকাজীর তালুক গ্রামের সুলতার আহমাদের ছেলে মো. নুর আলম (৮০) ও জামালপুর জেলার সরিষাবাড়ির থানার বগাড়পাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০)।
ইজতেমার আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়। ইজতেমা শুরুর আগেই রাতে ময়দানে আসা মুসল্লির নুর আলমের মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুমার নামাজের সময় মুসল্লি চাঁন মিয়া স্ট্রোক করেন। তার সাথে থাকা সাথীরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় জোড় ইজতেমার মূল পর্ব। আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে এই জোড় ইজতেমা শেষ হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]