
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে ভাদুরিয়া চৌরাস্তায় এই মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনের সভাপতিত্ব করেন নবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।
তিনি বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সেবা সুবিধা সীমিত। এলাকার প্রায় লাখো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এটিকে দ্রুত ১০ শয্যার হাসপাতালে রূপান্তর প্রয়োজন।
বক্তারা অভিযোগ করেন সুবিধার অভাবে এলাকার মানুষকে সামান্য চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যেতে বাধ্য হতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে এবং জরুরি সময়ে ঝুঁকিও তৈরি হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সরকারি পদক্ষেপের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে তাদের দাবির কথা তুলে ধরেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]