ডিমলায় ৪ ভারতীয় গরুসহ আটক ১
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৭:২১
ডিমলায় ৪ ভারতীয় গরুসহ আটক ১
নীলফামারী জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলা সীমান্তে অবৈধ ভাবে চোরাইপথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরুসহ মতি মিয়া (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে ৫১ বর্ডারগার্ড ব্যাটালিয়ন ঠাকুরগঞ্জ বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আমজাদুলের ছেলে।


এ ঘটনায় ওই বিওপির নায়েব সুবেদার মুকুল হোসেন বাদি হয়ে বুধবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিমলা থানায় আটককৃত ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তিসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।


বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরু নসিমন গাড়িতে নিয়ে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ৭৯২ হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগিরডাঙ্গা মাদ্রাসার মোড় নামক স্থান দিয়ে যাচ্ছিলেন।গোপন সংবাদ পেয়ে ঠাকুরগঞ্জ বিওপির টহলরত বিজিবি সদস্যরা গরুসহ নসিমনটির পথরোধ করলে তা রেখে তিনজন দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন।


এ সময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও নসিমনে থাকা ৪টি গরুসহ মতি মিয়াকে আটক করতে সক্ষম হন তারা।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, ভারতীয় ৪টি গরুসহ একজনকে আটকের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com