
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার (২৬ নভেম্বর)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ্যকরা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় লটারির মাধ্যমে নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য,নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম কে পঞ্চগড়জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। তিনি চলতি বছরের (৩সেপ্টেম্বর) নড়াইলে যোগদান করে ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]