
পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেরীপাড়া সীমান্ত থেকে চারটি ভারতীয় গরু আটক করেছে ধামের ঘাট বিওপির একটি টহল দল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধিনস্থ ধামের ঘাট বিওপির একটি টহল দল নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে লাহেরীপাড়া সীমান্তে অভিযান পরিচালনা করেন৷ এসময় সীমান্ত পিলার ৭১০/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অম্ভন্তরে লাহেরীপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে চোরা চালানকৃত চারটি ভারতীয় গরু মালিক বিহীণ অবস্থায় আটক করে। যার সিজার মুল্য চার লক্ষ টাকা বলে জানান বিজিবি।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কতৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচারালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচারালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মুল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রবসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]