
লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৮) নামে এক কনফেশনারী ব্যবসায়ীকে চুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলী (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নোয়াখালী র্যাব-১১। এরআগের রাতে ঢাকায় খিলক্ষেত এলাকায় র্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইউসুফ চুরিকাঘাত করে আনোয়ার হোসেনকে হত্যা করে পালিয়ে যায়। দোকানের মালামাল বাকীতে না দেওয়ায় কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদি হয়ে ইউসুফকে আসামী করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ভিকটিম আনোয়ার হোসেন রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির মজুবুল হকের ছেলে এবং কনফেকশনারী ব্যবসায়ী ছিলেন। বিএনপিকর্মী ছিলেন তিনি। অভিযুক্ত ইউছুফ আলী সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামি ইউসুফ ভিকটিম আনোয়ারের দোকানে বাকীতে মালামাল ক্রয় করতেন। দোকানের বাকী টাকা পরিশোধ না করে পুনরায় বাকীতে মালামাল নিতে চাইলে আনোয়ার মালামাল না দেওয়ায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে ঢুকে ইউসুফ ধারালো চুরি দিয়ে আনোয়ারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলে র্যাব আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সহায়তায় ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়। তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]