
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিলকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জনসহ পুলিশ ও এক স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তানোর উপজেলার ডাকবাংলা মাঠ থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করেন। মিছিলটি উপজেলা হয়ে থানা মোড়ের দিকে অগ্রসর হলে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনের সমর্থকরা বাধা দেন।
এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]