
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তারিক রিফাত (৫৫) কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন।
রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন। এদিকে, হঠাৎ তাঁর এ মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মারা যাওয়া আওয়ামী লীগ নেতা তারিক রিফাত উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর এলাকার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিএসসির ছেলে। তিনি ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক এবং ২০২৪ সালে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কার পান। এছাড়া তিনি ২০২১ সালে রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা কারা সূত্রে জানা গেছে, রবিবার বিকালে তারিক রিফাত অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।
এদিকে, গাইবান্ধা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ইসিজি করে দেখা গেছে সে বেঁচে নেই।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে একের পর এক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল। অন্যদিকে কারা কর্তৃপক্ষ দাবি করছে, এটি স্বাভাবিক মৃত্যু।
এ বিষয়ে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ২০২২ সালে বিএনপি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ বছর পর দায়েরকৃত মামলায় গত ১৭ অক্টোবর পুলিশ তাকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করে। কয়েক বছর আগে হার্টে রিং পড়ানোর কারণে গ্রেফতারের তিনি অসুস্থ হয়ে পড়লে বগুড়ায় ও রংপুরে একমাসেরও বেশী সময় ধরে পুলিশের জিম্মায় চিকিৎসাধীন ছিলেন। পরে রবিবার দুপুরে আদালতে বিচারকের সামনে জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]