উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের স্মারকলিপি প্রদান
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৭:০৮
উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের স্মারকলিপি প্রদান
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছেন শ্রমিকেরা।


রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার সময় ইপিজেডের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি জমা দেন শ্রমিকেরা।


মানববন্ধনে বক্তব্য দেন, শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলামসহ অনেকে। মানববন্ধনে শ্রমিকেরা অভিযোগ করে বলেন, কারখানাটি শুধু কর্মস্থল নয় এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের ও পরিবারের স্বার্থে উসকানিতে কাওকে না জড়ানোর আহ্বান জানান তারা।


শ্রমিকরা বলেন, আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।


প্রসঙ্গত: ২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর সনিক ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ দাবি মেনে নিলেও কিছু শ্রমিক এতে অসন্তুষ্ট হন। এরপর ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। কাজে ফিরতে অস্বীকৃতি ও উৎপাদন ব্যাহত হওয়ায় একই দিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com