
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন এবং স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর দুপুরে জেলা নির্বাচন অফিসার ও টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকালে প্রায় ৩০ থেকে ৪০ জন বিএনপি নেতাকর্মী অফিসে প্রবেশ করে নির্বাচন অফিসারের উপর হামলা চালায়। পরে তারা অফিসের আরও দুইজন কর্মচারীকেও মারধর করে এবং অফিসের কাগজপত্র ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় অফিসের বাইরে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।
সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছেন। সম্প্রতি কিছু দালালচক্র অফিস থেকে সুবিধা করতে না পারায় এ হামলা ঘটানো হয়ে থাকতে পারে।
জেলা নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি অফিসে ভাঙচুর ও কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত অভিযোগ করে বলেন, নির্বাচন অফিসার নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত। ভুক্তভোগীদের নিয়ে অভিযোগ জানাতে গেলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সরকারি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচন অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে দেওয়া যেত। নির্বাচন অফিসার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]