সাভারে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৬:০৯
সাভারে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্প।


সোমবার (১০ নভেম্বর) ভোররাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করাহয়। জামগড়া আর্মি ক্যাম্প জানায়, ইউনিক বাসস্ট্যান্ড একটি সংঘবন্ধ ছিনতাইকারী চক্র গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন বয়সি মানুষকে শারীরিকভাবে জখম করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ছিনতাইকারী হলো-আজহার, রকিবুল, কাওসার, আফজাল, জুঁই ও আরিফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে নয়টি চা পাতি, একটি চাইনিজ কুড়াল,দুইটি ছুরি ও অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।


অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com