
গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলার সভাপতি এটিএম জাহিদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফরহাদ মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক নিপুল কৃষ্ণ মালো প্রমুখ।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে গণপ্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে বলে তারা মত প্রকাশ করেন।
বিবার্তা/রোমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]